বৃহস্পতিবারের মধ্যে হাজিদের সৌদি আরব ছাড়ার নির্দেশ
সরকারের নির্ধারিত সর্বশেষ ফ্লাইট আসর আর মাত্র তিনদিন অবশিষ্ট থাকলেও হজ পালন শেষে সৌদি আরব থেকে এখনো দেশে পৌঁছাইনি ১৬ হাজার ৮১৮ জন হাজি। এদিকে হাজিদের আগামী বৃহস্পতিবারের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ জারি করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। গতকাল রোববার রাতে এক সংবাদ সম্মেলনে এ নির্দেশ জারি করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হজ পালনে আসা কোনো হাজি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে না ফিরলে জরিমানা করা হবে। এ ছাড়া এ বিষয়ে সংশ্লিষ্ট হজ এজেন্সি কারণ দর্শাতে না পারলে তাদেরও এক লাখ রিয়াল (২০ লাখ টাকা) জরিমানা করা হবে। এ ছাড়া যেসব হাজি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করবেন, তাঁদের ব্যক্তিগত পরিচিতি ও ফিংগার প্রিন্ট সংগ্রহ করে আবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছর বাংলাদেশ থেকে সর্বমোট আগত হজযাত্রী ছিলেন (ব্যবস্থাপনা সদস্যসহ) এক লাখ ছয় হাজার ৫৫০ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের মাধ্যমে সর্বমোট বাংলাদেশে প্রত্যাবর্তনকারী হাজি ৮৯ হাজার ৭৩২ জন।