আলোচনা নিয়ে মিথ্যে বলেছে যুক্তরাষ্ট্র : রুহানি

Looks like you've blocked notifications!

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, শীর্ষ কূটনীতিক জাভেদ জারিফসহ সিনিয়র কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন অবরোধ আরোপ এটাই প্রমাণ করে যে, তাদের আলোচনার প্রস্তাব ছিল ভুয়া। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের এক মন্তব্যের জবাবে রুহানি এ কথা বলেন।

মঙ্গলবার মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে রুহানি আরো বলেন, একই সময়ে আলোচনার প্রস্তাব এবং পররাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি? এটি নিশ্চিতভাবেই মিথ্যাচার। বৈঠকটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

এদিকে এর আগে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বল্টন বলেছেন, সত্যিকার আলোচনার জন্য যুক্তরাষ্ট্র তার দরজা খোলা রেখেছিল। কিন্তু এর জবাবে ইরান বধির নীরবতায় রয়েছে।