মাদাগাস্কারে কনসার্টে পদদলিত হয়ে ১৫ জন নিহত

Looks like you've blocked notifications!

মাদাগাস্কারে একটি স্টেডিয়ামে দেশটির ৫৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কনসার্টে পদদলিত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ৮০ জন। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার স্থানীয় সময় রাতে দেশটির রাজধানী আনতানানারিভোর মাহামাসিনা স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ বলছে, স্টেডিয়ামের কনসার্টে জনপ্রিয় সংগীতশিল্পী রোসির আগমনের একপর্যায়ে মানুষের চাপাচাপিতে অনেকে হতাহত হন।

দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জেনারেল রিচার্ড রাভালোমানানা বলেন, তখন অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছিল। এমন সময় অপেক্ষারতরা শুনতে পারছিলেন, তাঁরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।

একপর্যায়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে পুলিশ গেট বন্ধ করে দেয়। মানুষ দরজা ধাক্কাতে থাকেন এবং ভিড় জমাতে থাকেন। এ সময় পদদলিত হয়ে ১৫ জন নিহত হন।

জোসেফ রাভোয়াহাংগি আন্দ্রিয়ানাভালোনা হাসপাতালের পরিচালক অলিভাত রাকোতো অ্যালসন বলেন, অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

গতকাল ২৬ জুন মাদাগাস্কারের ৫৯তম স্বাধীনতা দিবস ছিল। এ উপলক্ষেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল।

এর আগেও মাহামাসিনা স্টেডিয়ামে মানুষের চাপাচাপিতে নিহতের ঘটনা ঘটেছে। গত বছরের সেপ্টেম্বরে মাদাগাস্কার বনাম সেনেগালের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে ঢুকতে গিয়ে মানুষের চাপায় একজন নিহত ও ৩৭ জন আহত হন।