বিশ্বের সবচেয়ে প্রশংসনীয়দের তালিকায় ড. ইউনূস
বিশ্বে সবচেয়ে প্রশংসিত ব্যক্তিত্বের তালিকায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অবস্থান নবম। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (১০) ও যুক্তরাষ্ট্রের ধনকুবের ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের (১১) চেয়ে এগিয়ে রয়েছেন। বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম এই তালিকা প্রকাশ করেছে।
তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন দক্ষিণ বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা। এতে থাকা অন্যরা হলেন পোপ ফ্রান্সিস (২), টেসলা মোটরসের প্রধান নির্বাহী এলোন মাস্ক (৩), ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী (৪), মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা (৫), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (৬), ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন (৭), অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস (৮)।
বিশ্বের ১২৫টি দেশের ২৮৫টি শহরে এ সংক্রান্ত জরিপ পরিচালনা করা হয়। এতে এক হাজার ৮৪ জন অংশ নেন। এদের মধ্যে ড. ইউনূস ও নরেন্দ্র মোদিকে ৩ শতাংশ মানুষ ভোট দেন। নেলসন ম্যান্ডেলা ভোট পান ২০ দশমিক ১ শতাংশ, মহাত্মা গান্ধী পেয়েছেন ১২ দশমিক ৪ শতাংশ।
জরিপে অংশ নেওয়া সবাই বিশ্ব অর্থনৈতিক পরিষদের গ্লোবাল শেপারস কমিউনিটির সদস্য, যাঁরা ২০ থেকে ৩০ বছর বয়সী। ১১ জনের এ তালিকায় তিনজন জীবিত নেই—ম্যান্ডেলা, গান্ধী ও জবস।
অর্থনৈতিক ফোরাম জানিয়েছে, গান্ধী প্রগতির জন্য অহিংস আন্দোলন মতাদর্শের জন্য পরিচিত। ভারতীয় এ আইনজীবী, রাজনীতিক ও লেখক ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা ছিলেন।