উড়ে এসে পড়ে বিস্ফোরণ, বোঝা গেল না বস্তুটি কী!

Looks like you've blocked notifications!

উত্তর সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় একটি উড়ন্ত বস্তু মাটিতে পড়ে বিস্ফোরিত হয়েছে। এতে কেউ আহত না হলেও বস্তুটি কী, তা নিশ্চিত করতে পারেনি কেউ। স্থানীয় সময় গতকাল রোববার দিবাগত রাতে এ বিস্ফোরণ ঘটে।

এদিকে, বস্তুটি একটি ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করছেন দেশটির প্রশাসনের একজন কর্মকর্তা।

সাইপ্রাস থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের আলাদা রাষ্ট্র ঘোষণা করা উত্তর সাইপ্রাসকে তুরস্ক ছাড়া আর কোনো দেশ এখনো স্বীকৃতি দেয়নি। উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কুদরত ওজারসে এক টুইটে জানান, বিস্ফোরিত হওয়া বস্তুটির ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্ত্রী টুইটে বলেন, ‘আমাদের সেনাবাহিনীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ রাতে যে দুর্ঘটনা ঘটেছে তার কারণ...কোনো হেলিকপ্টার বা তেমন কোনো যানবাহন নয়।’

তিনি আরো বলেন, ‘আমাদের সেনাসদস্য, পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে গেছেন এবং ঘটনার তদন্ত করছেন।’

কী কারণে বস্তুটি ভূপাতিত হয়েছে, তা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো ক্ষেপণাস্ত্রবাহী বোমারু বিমান কিংবা সরাসরি কোনো ক্ষেপণাস্ত্র (মিসাইল) বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ধ্বংসাবশেষ থেকে পাওয়া তথ্য যেমন লেখা বা প্রতীক থেকে বোঝা যাবে আসলে কী ঘটেছিল। খুব দ্রুতই সব জানা যাবে।’