সাগর থেকে একদিনে ১৪১ অভিবাসী উদ্ধার

Looks like you've blocked notifications!

স্পেন ও মরক্কোর মাঝামাঝি আলবোরান সাগর ও জিব্রাল্টার প্রণালি থেকে সাব-সাহারা অঞ্চলের ১৪১ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। স্পেনের নৌবাহিনীর একটি উদ্ধারকারী দল শনিবার এ কথা জানায়।

সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড তাদের খবরে জানায়, আলবোরান সাগর থেকে ৮৬ অভিবাসীকে উদ্ধার করা হয়। এরা দুটি নৌকায় ছিল। একটি নৌকা প্রায় ডুবেই যাচ্ছিল। উদ্ধারকারী দল ওই নৌকার যাত্রীদের পানি থেকে তুলে আনে এবং সবাইকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়া জিব্রাল্টার প্রণালি থেকে আরো ৫৫ জনকে উদ্ধার করা হয়।

চলতি বছরের শুরু থেকে সাগর পাড়ি দিয়ে প্রায় ১১ হাজার অভিবাসী স্পেনে এসে পৌঁছায়। এ সময়ে উত্তর আফ্রিকা থেকে সাগর পাড়ি দিতে গিয়ে ২০৩ জন প্রাণ হারায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা গত বুধবার এ কথা জানায়।

সংস্থাটি আরো জানায়, একই সময়ে ভূমধ্যসাগরে উত্তর আফ্রিকা থেকে আসা ৬৮২ অভিবাসী হয় প্রাণ হারিয়েছে, না হয় নিখোঁজ হয়েছে। এ ছাড়া ৩১ হাজার ৬০০ অভিবাসী ইউরোপে প্রবেশ করেছে।