পুরুষ ধর্ষণও অপরাধ, সাজা মৃত্যুদণ্ড
চীনে এখন থেকে পুরুষ ধর্ষণ অপরাধ হিসেবে গণ্য হবে। সম্প্রতি চীনে এই সংক্রান্ত একটি আইন কার্যকর হয়েছে। নতুন এ আইন অনুযায়ী পুরুষের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণ শাস্তিযোগ্য অপরাধ। আর এমন অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, নতুন আইনে নারী ও পুরুষ উভয় লিঙ্গের ক্ষেত্রেই ধর্ষণের অভিযোগে সর্বনিম্ন শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড। পূর্বের আইনে ‘নারী ও পরুষ’-এর স্থলে ছিল ‘নারী ও অন্যান্য’। চলতি বছর আগস্টে চীনে নতুন আইন পাস হলেও ওই আইনের প্রয়োগের সুযোগ ছিল না। তাই পুরুষের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের অপরাধে কোনো মামলা করা যেত না। তবে আজ থেকে চীনে এমন ঘটনায় মামলা করা যাবে।
২০১০ সালে চীনের এক নারী নিরাপত্তাকর্মী তাঁর পুরুষ সহকর্মীকে যৌন নির্যাতন করে। পুরনো আইনের কারণে যৌন নির্যাতনের অভিযোগের পরিবর্তে নির্যাতনকারীর বিরুদ্ধে ইচ্ছে করে আঘাতের মামলা হয়। এই ঘটনায় ওই কর্মীর মাত্র এক বছরের কারাদণ্ডাদেশ হয়। যৌন নির্যাতনের দায়ে সর্বনিম্ন শাস্তি হতো পাঁচ বছরের কারাদণ্ডাদেশ।
এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও চীনের আইন কঠোর হয়েছে। দেশটির পূর্বের আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী যৌনকর্মীর সঙ্গে সম্পর্কের সর্বোচ্চ শাস্তি ছিল ১৫ বছর কারাদণ্ড। কিন্তু নতুন আইন অনুযায়ী এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।