সোমালিয়ায় হোটেলের সামনে বোমা হামলা, নিহত ১৭

Looks like you've blocked notifications!
হামলার পর আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মী ও নার্সরা : ছবি রয়টার্স

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর আন্তর্জাতিক বিমান বন্দরের নিকটবর্তী একটি হোটেলের সামনে হওয়া বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মোগাদিসু বিমানবন্দরে প্রবেশ পথে অবস্থিত চেকপয়েন্টে এই বোমা হামলা করা হয়।

সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকার পতনের জন্য দেশটির বিভিন্ন স্থানে বোমা হামলা ঘটানো জঙ্গি সংগঠন আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

মোগাদিসু শহরের মদিনা হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউসুফ বলেন, হোটেলের সামনে হওয়া বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছে এবং ২৮ জন আহত হয়েছে যার মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমালিয়ায় ১৯৯১ সাল থেকে গৃহযুদ্ধ চলমান রয়েছে। দেশটির নিয়ন্ত্রণ নিতে আল-কায়দা জঙ্গি সংগঠনের মদদে বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলা ঘটিয়ে আসছে স্থানীয় জঙ্গি সংগঠন আল-শাবাব।