রাশিয়ায় বিরোধীদলীয় নেতাকে বিষ প্রয়োগের অভিযোগ
রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর চিকিৎসক আনাস্তাসিয়া ভাসিলিয়েভা। সাম্প্রতিক এক সরকারবিরোধী বিক্ষোভের ডাক দেওয়ার কারণে নাভালনিকে ৩০ দিনের জেল দেওয়া হয়। এরপর মারাত্মকভাবে মুখ ফুলে যাওয়ায় এবং ত্বক লাল হয়ে ওঠার পর নাভালনিকে হাসপাতালে নেওয়া হয়।
রাশিয়ার সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বলা হয়েছে, জেলে থাকা অবস্থায় মারাত্মক অ্যালার্জি সংক্রমিত হয়েছেন নাভালনি। কিন্তু রাষ্ট্রপক্ষের এ দাবি নাকচ করে নাভালনির চিকিৎসক ভাসিলিয়েভা বলেন, ‘তাঁর কোনো অ্যালার্জি নেই, কখনো ছিলও না।’
পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় নির্বাচন থেকে বিরোধীদলীয় প্রার্থীদের বাইরে রাখার প্রতিবাদে বিক্ষোভ আহ্বান করার কারণে অ্যালেক্সেই নাভালনিকে গ্রেপ্তার করে ৩০ দিনের জেল দেয় কর্তৃপক্ষ। গত শনিবার মস্কোর ওই বিক্ষোভ থেকে রাশিয়ার পুলিশ আরো অন্তত এক হাজার জনকে আটক করেছে।
২০১৭ সালে অ্যালেক্সেই নাভালনির মুখে ‘গ্রিন ডাই’ ছুড়েছিল পুলিশ। এর ফলে সাময়িকভাবে দৃষ্টিহীন হয়ে পড়েন নাভালনি। সে সময় নাভালনির চিকিৎসা করেছিলেন আনাস্তাসিয়া ভাসিলিয়েভা।
আনাস্তাসিয়া ফেসবুক পোস্টে লেখেন, ‘জেলখানায় অন্য বন্দিদের যে খাবার দেওয়া হয়েছে, নাভালনিকেও সেই একই খাবার দেওয়া হয়েছে। এ ছাড়া তিনি রূপচর্চার কোনো পণ্য ব্যবহার করেন না। এমন অবস্থায় তাঁর ত্বকে ক্ষতিকর বিষাক্ততা ও ফুলে ওঠার বিষয়টি আমরা এড়িয়ে যেতে পারি না। অজ্ঞাত কোনো রাসায়নিকের কারণে এটা হয়েছে। কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে তাঁর ওপর এটা প্রয়োগ করা হয়েছে।’
ভাসিলিয়েভা দাবি করেন, তাঁকে ও অন্য চিকিৎসকদের নাভালনির সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়েছে।
রাশিয়ায় নির্বাচনে সরকারবিরোধীদের অংশগ্রহণ নিষিদ্ধ করার পর দেশটিতে চলমান বিক্ষোভ থেকে প্রায় এক হাজার ৩০০ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
রাজধানী মস্কোর সিটি হলে গত শনিবার এক বিক্ষোভ সমাবেশে উপস্থিত হাজারো জনতার ওপর লাঠিচার্জ করে দেশটির পুলিশ। নানাভাবে ছত্রভঙ্গ করে বিক্ষোভকারীদের ওই স্থান ত্যাগ করতে বাধ্য করা হয়। তারপর সহস্রাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, বিক্ষোভকারীরা রাজধানী মস্কোর রাস্তায় ‘আমরা ভালোবাসি রাশিয়া, ওরা ভালোবাসে টাকা’ স্লোগান দিতে থাকে। অনেকে সরকারের দুর্নীতির প্রতিবাদ করে রাস্তায় বসে থেকে।
শনিবারের ওই বিক্ষোভ সমাবেশের পর নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে কোনো ধরনের বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো কর্তৃপক্ষ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
চলতি বছরের ৮ সেপ্টেম্বর মস্কোর স্থানীয় নির্বাচনে বিরোধীদলীয় সদস্যদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবিতে গত শনিবার মস্কোর মেয়র দপ্তর সিটি হলের কাছে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিরোধীরা বলছে, রাজনৈতিক কারণে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে।
নির্বাচনে যেসব প্রার্থীর অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে, তাঁদেরও এর আগে গ্রেপ্তার করা হয়। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় জনসমর্থন নেই এবং তাঁরা যথেষ্ট বৈধ স্বাক্ষর সংগ্রহ করতে পারেননি, এমন কারণ দেখিয়ে কর্তৃপক্ষ ৩০ ব্যক্তিকে প্রার্থী হওয়ার অযোগ্য বলে ঘোষণা করে।