কঙ্গোর গোমায় নতুন করে ইবোলায় আক্রান্ত রোগী শনাক্ত

Looks like you've blocked notifications!

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র গোমা নগরীতে নতুন করে ইবোলা ভাইরাসে আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়েছে। এদিকে দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৭৯০ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ কথা জানায়।

গোমা নগরীতে এটি হচ্ছে ইবোলায় আক্রান্তের দ্বিতীয় ঘটনা। রুয়ান্ডা সীমান্তবর্তী এই নগরীতে ২০ লাখের বেশি মানুষ বসবাস করে।

নর্থ কিভু প্রদেশের ইবোলা সমন্বয়ক ডা. অরুণা আবেদি বলেন, ‘গোমায় ইবোলায় আক্রান্তের খবর মাত্র আমাকে জানানো হয়েছে।’

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সর্বশেষ কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত একটি এলাকার এক পুরুষের শরীরে ইবোলা ভাইরাস ধরা পড়ে। সে গত ১৩ জুলাই গোমায় আসে এবং পরে পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে ইবোলা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।