মিসরে গাড়ির বিস্ফোরণ থেকে হাসপাতালে আগুন, নিহত ১৯

Looks like you've blocked notifications!

মিসরে কয়েকটি গাড়ির সংঘর্ষ থেকে বিস্ফোরণে দেশটির জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ‍দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এপি জানায়, রোববার রাতে রাজধানী কায়রোর জনপ্রিয় তাহরির স্কয়ারের কাছে এ গাড়ি বিস্ফোরণে ৩০ জন আহত হয়েছেন।

দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের বাইরে একটি চলন্ত গাড়ির সঙ্গে আরো তিনটি গাড়ির সংঘর্ষে এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের কারণে হাসপাতালে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সোমবার সকালে টিভি ফুটেজে হাসপাতালের ভাঙা দরজা ও জানালা দেখা যায়।

হতাহতদের মধ্যে হাসপাতালের রোগী ও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন কি না, তা জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

মিসরে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্যমতে, গত বছর আট হাজার সড়ক দুর্ঘটনায় তিন হাজার মানুষ নিহত ও ১২ হাজার আহত হয়েছেন।