কাশ্মীর ইস্যুতে সামরিক সমাধান নেই, চাই ওআইসির উদ্যোগ : ইরান

Looks like you've blocked notifications!

কাশ্মীর উপত্যকায় উত্তেজনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ইরান সংকট সমাধানে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির উদ্যোগ চায়। গতকাল বৃহস্পতিবার রাতে এক টুইটে এসব কথা বলেন ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ সহকারী ও উপদেষ্টা আমির আবদুল্লাহিয়ান।

কাশ্মীর সংকটের কোনো সামরিক সমাধান নেই জানিয়ে ওই টুইটে আমির আবদুল্লাহিয়ান লেখেন, ‘জম্মু-কাশ্মীর তথা ওই অঞ্চলের মানুষের স্বার্থে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমস্যা সমাধান চায় ইরান।’

টুইটে তিনি কাশ্মীর সংকট সমাধানে ওআইসির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

গত সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দিয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে।