দুই শিলাখণ্ডের মাঝে আটক চার দিন (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!
দুই শিলাখণ্ডের মাঝখানে আটকে পড়েছেন এক যুবক। ছবি: সংগৃহীত

গুহার মধ্যে বাদুড়ের বিষ্ঠা সংগ্রহ করতে গিয়ে দুই শিলাখণ্ডের মাঝে আটকে পড়েন এক যুবক। খাবার ও পানি ছাড়া দুর্বিষহ সময় কাটে তাঁর। শেষ পর্যন্ত চার দিন পর স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় তাঁকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, কম্বোডিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার করা ওই যুবকের নাম সুম বোরা (২৮)।

গত রোববার গর্তে পড়ে যাওয়া টর্চ লাইট উদ্ধার করতে গিয়ে পিছলে পড়ে দুই পাথরের মাঝখানে আটকা পড়েন সুম বোরা। অনেক চেষ্টা করেও তা থেকে আর বের হতে পারেননি তিনি। এ দিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাচ্ছিল না।

এরই মধ্যে তাঁর এক বন্ধু স্থানীয় চকরাই পর্বতে সুমকে আটকে থাকতে দেখেন। এরপর জানাজানি হলে রাষ্ট্রীয় উদ্যোগে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সুমকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। প্রায় দুইশ উদ্ধার কর্মী এই অভিযানে অংশ নেন।

উদ্ধার হওয়ার পর সুম বোরা বলেন, আমি বেচে থাকার আশা একেবারেই ছেড়ে দিয়েছিলাম। তখন আমার কাছে কোন ছুরি থাকলে আমি তখন আত্মহত্যা করতাম।