উগান্ডায় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ২০

Looks like you've blocked notifications!

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ উগান্ডায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরো কমপক্ষে ১২ জন।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, রোববার বিকেলে দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। কেনিয়া থেকে জ্বালানি বহনকারী ট্যাঙ্কারটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দিকে যাচ্ছিল। যাত্রা পথে উগান্ডার পশ্চিমাঞ্চলীয় রুবুরিজি জেলায় আসলে এটিতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, যাত্রা পথে জ্বালানি বহনকারী ট্যাঙ্কারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতেই মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী দলের এক মুখপাত্র বলেন, এ ঘটনায় দুটি গাড়ি ছাড়াও আশপাশের দোকানপাট ও একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হতাহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। তাছাড়া হতাহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।