মেক্সিকোয় সংবাদ সংস্থার প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/08/25/photo-1566731659.jpg)
মেক্সিকোয় ছুরিকাঘাতে এক সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে। শনিবার কর্তৃপক্ষের পাঠানো বিবৃতির বরাতে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এ নিয়ে দেশটিতে অন্তত ১০ সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, শনিবার স্থানীয় সময় সকালে ‘তেজুপিলকো’ নামে স্থানীয় একটি নিউজ এজেন্সির প্রধান কন্ডেস জারামিলোর (৪২) মরদেহ উদ্ধার করা হয়। কন্ডেস জারামিলো তেজুপিলকোর প্রধান হিসেবে কর্মরত থাকার পাশাপাশি একটি কমিউনিটি রেডিওতেও কাজ করতেন।
নিহতের শরীরে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাত পাওয়া গেছে। নির্মম এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তকাজ শুরু করেছে প্রশাসন।
মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা রিপোর্টার্স উইদাউট বডার্স (আরএসএফ) বলে, নিহত সাংবাদিকের স্বজনরা জানিয়েছেন, গত বছরের জুন ও নভেম্বরে কন্ডেস জারামিলোকে অজ্ঞাত স্থান থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
চলতি বছর উত্তর আমেরিকার এই দেশটিতে আরো অন্তত নয় সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ২০০০ সাল থেকে এ পর্যন্ত মেক্সিকোয় প্রায় শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে।