বাহামা দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় ডোরিয়ান তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৪৩

Looks like you've blocked notifications!

বাহামা দ্বীপপুঞ্জে শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করছে ।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডুয়ান্ড স্যান্ডসের বরাত দিয়ে সিএনএন ও বাহামা-ভিত্তিক সংবাদপত্র দ্য ট্রিবিউন মৃতের সংখ্যা ৩০ থেকে বেড়ে ৪৩ জন হওয়ার খবর নিশ্চিত করেছে।

বাহামা দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর মুখপাত্র ইরিকা ওয়েলস কক্স এনবিসি নিউজকে বলেন, ‘সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৪৩ জন হলেও এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘রোববার বাহামা দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলে ৫ মাত্রার ভয়ংকর হ্যারিকেন ডোরিয়ানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেননা, আরো অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।’

জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা বলেছেন, ঝড়ে ঘরবাড়ি হারা এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত বাহামা ও অ্যাবাকো দ্বীপের ৭০ হাজারের বেশি মানুষ বা প্রায় পুরো জনসংখ্যার জন্য ত্রাণ সহায়তা প্রয়োজন।

কর্মকর্তারা বলেছেন, সম্ভবত কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এ কারণে মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।