ব্রাজিলে হাসপাতালে আগুন, নিহত ১১

Looks like you've blocked notifications!

ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১১ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের অধিকাংশ বয়স্ক ব্যক্তি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে। জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে কর্তৃপক্ষ মনে করছে।

তবে নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না রিও ডি জেনিরো সিটি মেয়র। বার্তা সংস্থা বাসস এসব তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নগরীর ফরেনসিক ইনস্টিটিউট বলছে, নিহতের অধিকাংশের বয়স ৬৬ কিংবা তারচেয়ে বেশি। তাঁদের অনেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় সেখানে ১০২ জন রোগী ছিলেন। তাঁদের উদ্ধারে সহায়তার জন্য ১০০ চিকিৎসক কাজ করেন। রোগীদের মধ্যে ৭৭ জনকে অন্য হাসপাতালে এবং ১৪ জনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।