তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলী আর নেই
তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলী বৃহস্পতিবার সৌদি আরবে ইন্তেকাল করেছেন। ক্ষমতাধর এই শাসক দুই দশকেরও বেশি সময় ধরে তিউনিসিয়ার প্রেসিডেন্ট ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ২০১১ সালের শুরুর দিকে অর্থনৈতিক সঙ্কটে তিউনিসিয়ায় তীব্র গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে সৌদিতে নির্বাসনে যান তিনি। তিউনিসিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২৩ বছর ক্ষমতায় ছিলেন বেন আলী।
তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বেন আলী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার পতনের পর আরবের কর্তৃত্ববাদী মিসরের হোসনি মোবারক, লিবিয়ার মোয়াম্মার আল গাদ্দাফির মতো নেতারা ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
বেন আলী ১৯৮৭ সালের ৭ নভেম্বর ক্ষমতা গ্রহণ করেন। তিউনিসিয়ার স্বাধীনতার অগ্রদূত হাবিব বোর্গুইবাকে ক্ষমতাচ্যুত করেছিলেন।