সুরা আল-ইমরানের ১০৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন ভ্লাদিমির পুতিন
বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য পবিত্র কোরআন মাজিদ অনুসরণের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি তুরস্কের রাজধানী আঙ্কারায় তিন দেশের কূটনীতিকদের নিয়ে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে তিনি এ আহ্বান জানান।
সংবাদমাধ্যম নিউজ ডটআরইউ এক প্রতিবেদনে জানায়, ওই বৈঠকে রুশ প্রেসিডেন্ট পবিত্র কোরআনের সুরা আল-ইমরানের ১০৩ নম্বর আয়াত উদ্ধৃত করেন। যে আয়াতে ইসলামপূর্ব আরবদের অবস্থা তুলে ধরা হয়েছে।
ওই আয়াতে মানবজাতিকে শান্তি ও সৌহার্দ্যের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘তোমরা সবাই আল্লাহর রজ্জু শক্তভাবে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু। অতঃপর তিনি তোমাদের অন্তরে সদ্ভাব সৃষ্টি করলেন, ফলে তাঁর অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ তা থেকে তোমাদের রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর নিদর্শনসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা সৎপথ লাভ করতে পার।’
এই আয়াতের বরাত দিয়ে পুতিন বলেন, বিশ্বের এবং আরব উপদ্বীপের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইয়েমেন যুদ্ধের অবসান প্রয়োজন। এ সময় তিনি সুরা আল-ইমরানের ১০৩ নম্বর আয়াতের কিছু অংশ উদ্ধৃত করেন। যার অর্থ, ‘তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু। অতঃপর তিনি তোমাদের অন্তরে সদ্ভাব সৃষ্টি করলেন, ফলে তাঁর অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে।’