প্যারিসে হামলায় অংশ নেয় তিনটি দল
প্যারিসে হামলা চালিয়ে ১২৯ জনকে হত্যা করার জন্য হামলাকারীরা তিনটি দলে ভাগ হয়ে এসেছিল বলে জানিয়েছেন দেশটির প্রধান কৌঁসুলি ফ্রাঁসোয়া মলিনস। তাঁর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এরই মধ্যে নিহত এক হামলাকারীর পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে।
মলিনস বলেন, ‘তদন্তের এই পর্যায়ে ধারণা করা হচ্ছে, এই ভয়াবহ হামলার জন্য হামলাকারীরা তিনটি দলে বিভক্ত হয়ে আক্রমণ করেছিল। তবে তারা কোথা থেকে এসেছিল এবং কে তাদের অর্থায়ন করছে, সেটা আমরা এখন খুঁজে বের করতে চেষ্টা করছি।’
এ ঘটনায় মোট সাতজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানান প্রধান কৌঁসুলি। এদের প্রত্যেকের কাছেই কালাশনিকভ রাইফেলের মতো ভারী অস্ত্র ছিল এবং পরনে বিস্ফোরক-সমৃদ্ধ বেল্ট ছিল।
এদিকে, নিহত এক হামলাকারীর পরিচয় পাওয়া গেছে। ফ্রাঁসোয়া মলিনস জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৯ বছর বয়সী ওমর ইসমাইল মোস্তেফি নামে এক ফরাসি নাগরিক রয়েছেন, যার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড থাকলেও কখনো জেল খাটেননি তিনি। বাটাক্লঁ কনসার্ট হলে হামলার পর সেখানে তাঁর আঙুল পাওয়া যায়। পরে আঙুলের ছাপ মিলিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
প্যারিস থেকে ২৫ কিলোমিটার দক্ষিণের শহর থেকে এসেছিলেন মোস্তেফি। তাঁর বিরুদ্ধে আগে থেকেই মৌলবাদী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তবে কখনো কোনো সন্ত্রাসবিরোধী তদন্তে সাজা ভোগ করেননি তিনি।
ফ্রান্সে বিচার বিভাগের একটি সূত্রের বরাত দিয়ে এএফপি বলছে, ২০১৪ সালের কোনো সময়ে মোস্তেফি সিরিয়ায় ভ্রমণ করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া মোস্তেফির বাড়ি থেকে তাঁর বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ছাড়া মোস্তেফির এই ভাই একটি থানায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন বলেও জানা গেছে। হামলা সম্পর্কে এএফপিকে তিনি বলেন, ‘এটা ছিল উন্মাদের মতো কাজ। আমি নিজে সেই রাতে প্যারিসে ছিলাম। আমি দেখেছি এটা কী ভয়াবহ ছিল।’
মোস্তেফির ভাই আরো জানান, বেশ কয়েক বছর ধরেই ছোট ভাইয়ের সঙ্গে তাঁর কোনো ধরনের যোগাযোগ ছিল না।
শুক্রবার দিবাগত রাতে কনসার্ট, স্টেডিয়াম, রেস্তোরাঁ ও বারে চালানো এই হামলার দায় স্বীকার করে বার্তা দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। ফ্রান্স কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১২৯ জন নিহত ও ৩৫০ জন আহত হয়েছেন।
তবে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, সিরিয়ায় আইএসের ওপর বিমান হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে আইএসকে সুসংগঠিত প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন তিনি।
এ ছাড়া গত শনিবার বেলজিয়াম থেকে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির এই হামলার সঙ্গে সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছে ফ্রান্সের পুলিশ।