হংকংয়ে বিক্ষোভে ৭৫০ শিশু গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে গত চার মাস ধরে চলা বিক্ষোভ থেকে যে আড়াই হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে ৭৫০ জন শিশু রয়েছে।

এক সরকারি কর্মকর্তার বক্তব্যের বরাত দিয়ে আজ এ সংবাদ প্রকাশ করেছে দ্য ওয়ার্ল্ড নিউজ।

গতকাল বৃহস্পতিবার ম্যাথিউ চেউং নামের ওই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে বলেন, গত জুন থেকে পুলিশ যে ২ হাজার ৩৭৯ জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে ৭৫০ জন শিশু। যা সত্যি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক।

এ সময় ম্যাথিউ চেউং বাবা-মায়েদের উদ্দেশে বলেন, তারা যেন উঠতি প্রজন্মের ছেলেদের সতর্ক করে যাতে তরুণরা কোনো ধরনের ‘বেআইনি ও সহিংস কর্মকাণ্ডে’ যুক্ত না হয়। আর আহত কিংবা আটক হওয়া থেকে নিজেদের রক্ষা করে।

তবে ম্যাথিউ চেউংয়ের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন হংকংয়ের জনপ্রিয় ব্লগার কোং তুসান। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, সরকার বলছে যে এটা হৃদয়বিদারক। কিন্তু তারা এর কারণ জানতে চাচ্ছে না। তরুণরা জেগে উঠেছে। স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে তারা।