তুরস্ক ও সিরিয়াকে সংঘাতে জড়াতে দেবে না রাশিয়া
রাশিয়া জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরে তাদের সামরিক পুলিশ ইউনিট তুরস্ক ও সিরিয়ার সেনাদের অবস্থানের মাঝামাঝি এলাকায় টহল দিচ্ছে এবং রুশ সেনারা কোনোভাবেই সিরিয়া ও তুরস্কের সেনাদের সংঘাতে জড়াতে দেবে না।
সংবাদ সংস্থা পার্স টুডে এক প্রতিবেদনে জানায়, ওই এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তুরস্কের সেনারা সেখানে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ও সিরিয়ার সেনারা তুর্কি সেনাদের অভিযানে বাধা দেওয়ার জন্য মানবিজ শহরে ঢুকেছে। এ অবস্থায় সেখানে তুরস্ক ও সিরিয়ার সেনাদের মাঝে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।
গতকাল মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মানবিক শহরের বিভিন্ন এলাকায় রুশ সেনারা টহল দিচ্ছে। কুর্দি গেরিলাদের সঙ্গে সিরিয়া সরকারের চুক্তির পর মানবিজ শহরে সরকারি সেনা মোতায়েন করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ার সেনারা মানবিজ শহর ও আশপাশের এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। রুশ মন্ত্রণালয় বলেছে পরিস্থিতি বিবেচনা করে তুরস্কের পক্ষ থেকে সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
সিরিয়ায় যে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া। মস্কো স্পষ্টভাবে বলেছে, তুরস্কের এ অভিযান গ্রহণযোগ্য নয়। রাশিয়া বলছে, তুরস্ককে অবশ্যই আদানা চুক্তি মেনে চলতে হবে।
১৯৯৮ সালের অক্টোবর মাসে তুরস্ক ও সিরিয়ার মধ্যে আদানা চুক্তি হয়েছিল। রাশিয়া বলছে, তুরস্কের সেনাদের সিরিয়ায় স্থায়ীভাবে থাকার কোনো অধিকার নেই।