উত্তর কোরিয়া যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

Looks like you've blocked notifications!
জাতিসংঘের মহাসচিব বান কি মুন । ছবি : রয়টার্স

চলতি সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। জাতিসংঘের উচ্চ পর্যায়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ। তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি জাতিসংঘ।

এদিকে রয়টার্স জানিয়েছে, বার্তা সংস্থাটির তথ্য সঠিক হলে গত দুই দশকের বেশি সময়ের মধ্যে এটাই হবে জাতিসংঘের কোনো মহাসচিবের প্রথম উত্তর কোরিয়া সফর। জাতিসংঘের দুজন মহাসচিব এ পর্যন্ত উত্তর কোরিয়া সফর করেছেন।

এর আগে গত মে মাসে দেশটি সফরের কথা ছিল মহাসচিব মুনের। কিন্তু সফরের একদিন আগে আকস্মিকভাবে উত্তর কোরিয়া মুনের পূর্বনির্ধারিত সফর বাতিল করে দেয়।

পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।

ইয়োনহ্যাপের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সফরকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুন। তবে মুনের সফরের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি।