হেলিকপ্টার হামলায় সিরিয়ায় ৯ আইএস সদস্য নিহত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে হেলিকপ্টার হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে বলে জানা গেছে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, নিহতদের সঙ্গে মধ্যপ্রাচ্যেভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক রয়েছে। রোববার দিবাগত রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অঞ্চলটিতে অভিযানটি পরিচালনা করা হয়।
এ দিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার সংগঠন অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ ঘটনার সত্যতা নিশ্চিত করে এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছে। যেখানে সংগঠনটি দাবি করেছে, রোববার রাতে ইদলিব প্রদেশের বারিসা গ্রামের একটি বাড়ি ও একটি গাড়িকে লক্ষ্য করে ওই হেলিকপ্টার হামলাটি চালানো হয়। এ সময় আকাশ থেকে ফেলা গোলার আঘাতে বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।
অপর দিকে এর আগেই মার্কিন গণমাধ্যমে আইএসের প্রধান আবু বাকর আল বাগদাদি নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করা হচ্ছিল। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে আত্মগোপনে থাকা জঙ্গি নেতা বাগদাদির আস্তানায় মার্কিন অভিযান চলাকালে তিনি নিহত হয়েছেন।’