মৃত্যুদণ্ড বাতিলে ফের জাতিসংঘের অনুরোধ

Looks like you've blocked notifications!

অবিলম্বে মৃত্যুদণ্ডের মতো ‘অমানবিক কাজ’ বাতিল করার জন্য বাংলাদেশকে আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ‘মৃত্যুদণ্ডের মতো অমানবিক কাজ বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমরা আবারও আহ্বান জানাই।’

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ওই বিবৃতিটি জেনেভা থেকে পাঠানো হয়েছে। এতে আন্তর্জাতিক অপরাধের মতো গুরুত্বপূর্ণ বিষয়সহ অন্যান্য অপরাধে মৃত্যুদণ্ড ব্যবহার করার বিরোধিতা করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ২০১০ সাল থেকে যাত্রা শুরু করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ১৭টি রায় দেওয়া হয়েছে। যার মধ্যে ১৫ জনই জামায়াতে ইসলামী ও বিএনপির। গত রোববার যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। ট্রাইব্যুনালের রায়ে এ নিয়ে চারজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।  

 বিবৃতিতে বলা হয়, ‘মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা বাংলাদেশ সরকারের উচিত নয়।’