মসুল থেকে তুর্কি সেনা প্রত্যাহারের দাবি ইরাকের
ইরাকের মসুল শহরের উত্তরাঞ্চল থেকে তুরস্কের সেনা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, তুর্কি সেনাদের অবস্থান ইরাকের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন।
বিবিসির খবরে বলা হয়, প্রায় এক বছর ধরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে রয়েছে মসুল। আর সেখানে আইএসের বিরুদ্ধে লড়ছে ইরাকের কুর্দি যোদ্ধারা। এই কুর্দি যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য মসুলের কাঝের বাশিকা শহরের কাছে ১৫০ জন সেনা মোতায়েন করেছে তুরস্ক। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সঙ্গে ভালো সম্পর্কের পরিপ্রেক্ষিতে তুরস্ক এমন উদ্যোগ নেয়। তবে ইরাক বিষয়টিকে সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে বিবেচনা করছে।
ইরাকের প্রধানমন্ত্রীর ওই বিবৃতিতে তাই তুরস্ককে লক্ষ্য করে বলা হয়েছে, ‘প্রতিবেশীসুলভ ভালো সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে ইরাকের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে।’
মসুলের নিয়ন্ত্রণ নেওয়াটা আইএসের উত্থানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। শহরটির পুনর্দখল নিতে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইরাকের সরকার।
এদিকে আইএসকে দুর্বল করে দিতে গত সপ্তাহে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য। একই সাথে আইএসের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে জার্মানিও সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।