লন্ডনে পাতাল রেলে ছুরিকাঘাত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’

Looks like you've blocked notifications!
পূর্ব লন্ডনের লিটনস্টোন পাতাল রেলপথে হামলাস্থল পরিদর্শনে পুলিশ সদস্যরা। ছবি : রয়টার্স

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের লিটনস্টোন পাতাল রেলে ছুরিকাঘাতের ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে শহর পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা (সিটিসি)। 

এক বিবৃতিতে সিটিসির প্রধান রিচার্ড ওয়াল্টন বলেন, ‘আমরা এটিকে (ছুরিকাঘাত) সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছি।’

লন্ডনভিত্তিক সংবাদপত্র ‘ইভনিং স্ট্যান্ডার্ড’-এর খবরে বলা হয়, হামলাকারী ছুরিকাঘাতের পর ‘দিস ইজ ফর সিরিয়া’ (এটা সিরিয়ার জন্য) বলে চিৎকার করে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

রয়টার্স-এর খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় লিটনস্টোন পাতাল রেলপথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনজন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজন সামান্য আহত হয়েছেন। 

হামলার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আটক করে সন্দেহভাজন এক হামলাকারীকে। 

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে লন্ডনকে অন্যতম ঝুঁকিপূর্ণ শহর মনে করা হচ্ছে। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলার শঙ্কায় শহরটিতে উচ্চ সতর্কতা জারি করা আছে। 

গত বুধবার সিরিয়ায় আইএসের ঘাঁটিগুলোতে হামলার অনুমোদন দেয় যুক্তরাজ্যের পার্লামেন্ট। এর পর থেকে আইএসের হামলার শঙ্কা আরো বেড়ে গেছে।