ইসলামী প্রজাতন্ত্র হলো জাম্বিয়া

Looks like you've blocked notifications!
জাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ। ছবি : রয়টার্স

আফ্রিকার দেশ জাম্বিয়াকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ। গতকাল শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া প্রেসিডেন্টের এক টেলিভিশন ভাষণের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইয়াহইয়া বলেন, ‘দেশের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধ বিবেচনায় আমি জাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করছি।’ ঔপনিবেশিক অতীত ভুলতে পশ্চিম আফ্রিকার সাবেক ধর্মনিরপেক্ষ দেশটির এ রাষ্ট্রীয় পরিচয় ঘোষণা করেন তিনি।

প্রেসিডেন্ট ইয়াহইয়া বলেন, ‘যেহেতু আমাদের দেশের বেশির ভাগ মানুষ মুসলিম। তাই জাম্বিয়া ঔপনিবেশিক ধারা অনুসরণ করতে পারে না।’

প্রেসিডেন্ট জানান, দেশটির ১৮ লাখ জনসংখ্যার ৯৫ শতাংশই মুসলিম। এ জন্য এই ঘোষণা দেওয়া হলো। তবে অন্য ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারবে বলেও আশ্বাস দেন তিনি।