সাবেক কাজাখ প্রধানমন্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

Looks like you've blocked notifications!

কাজাখস্তানের একটি আদালত শনিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী আখমেতভকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। খবর বাসসের।

দেশটির ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদমর্যাদার কোনো কর্মকর্তা কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন।

শুক্রবার শিল্পনগরী কারাগান্দার একটি আদালত আখমেতভকে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতি-সংশ্লিষ্ট অভিযোগে দোষী সাব্যস্ত করেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, ২০১২-১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী ৫৭ বছর বয়সী আখমেতভ নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের কাছে ক্ষমা প্রার্থনা করছেন।

আদালতের এক বিবৃতিতে বলা হয়, এ মামলার ২০ জনের অধিক আসামির মধ্যে ১৭ জনের অপেক্ষাকৃত লঘু শাস্তি হয়েছে এবং তিনজনকে খালাস দেওয়া হয়েছে। আসামিদের অধিকাংশই রাষ্ট্রীয় কর্মকর্তা।

নাজারবায়েভ ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের আগ থেকে কাজাখস্তানের ক্ষমতায় রয়েছেন। তিনি প্রায়ই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে থাকেন। তবে সমালোচকরা বলেন, স্বচ্ছতা উন্নয়নে তাঁর সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি।