মেক্সিকোয় গিরিখাত থেকে ১৭ লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!
মেক্সিকোর গিরিখাত থেকে উদ্ধার হয়েছে ১৭টি লাশ। ছবি : বাসস

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গুয়েরেরো রাজ্যে ৫০০ মিটার গভীর একটি গিরিখাতের নিচে কমপক্ষে ১৭টি গলিত লাশ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়।

নাম প্রকাশ না করার শর্তে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের এক কর্মকর্তা গত মঙ্গলবার এ তথ্য জানান। এর মধ্যে নয়জনের পুরো শরীর পোড়া রয়েছে। চিচিহোয়ালকো গ্রামে ৮ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে লাশগুলো উদ্ধার করা হয়েছে।

নিহতদের পরিচয়, তাদের বয়স ও লিঙ্গ এখনো জানা যায়নি। এমনকি তারা কত দিন আগে মারা গেছে, তাও কর্তৃপক্ষ জানতে পারেনি। মেক্সিকোর গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গিরিখাতের নিচে পাথর ও ঝোপের ভেতরে লাশগুলো লুকানো ছিল।