স্পেনের প্রধানমন্ত্রীর মুখে তরুণের ঘুষি
নির্বাচনী প্রচারের সময় স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহোই ভোটারের আক্রমণের শিকার হয়েছেন। এক তরুণ তেড়ে গিয়ে তাঁর মুখে ঘুষি মেরেছেন। এতে তাঁর চশমা ভেঙে যায়।
আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বুধবার স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের গ্যালিসিয়ায় এ ঘটনা ঘটে।
নাম না প্রকাশ করার শর্তে স্পেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পপুলার পার্টির এক সমর্থক সূত্রে জানা গেছে, গ্যালিসিয়ার পনটেভেদ্রায় আসন্ন নির্বাচনের প্রচার চালাচ্ছিলেন রাহোই। এ সময়ে এক তরুণ তাঁর মুখে ঘুষি মারে। এতে তাঁর চশমা ভেঙে যায়।
পুলিশ জানায়, ওই তরুণের বয়স ১৭ বছর। প্রধানমন্ত্রীকে ঘুষির ঘটনায় তাকে আটক করা হয়।
ইউটিউবের একটি ভিডিওতে দেখা গেছে, নির্বাচনের প্রচারকাজে রাহোই কিছু মানুষের সঙ্গে কথা বলছিলেন। তখন সৈনিকের মতো করে চুলের কাট দেওয়া ও কালো রঙের জ্যাকেট পরা এক তরুণ রাহোইর পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই সে রাহোইর মুখে জোরে এক ঘুষি কষে। এতে স্পেনের ৬০ বছর বয়সী প্রধানমন্ত্রী ঝুঁকে পড়েন। ঘটনার সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মীরা ওই তরুণকে আটক করে।