গোটা ব্রিটেন কিনতে পারবেন আট ট্রিলিয়ন পাউন্ডে!

Looks like you've blocked notifications!
গোটা ব্রিটেনের বাজারমূল্য ৮ ট্রিলিয়ন পাউন্ড বলে জানিয়েছে ওএনএস। ছবি : দ্য টেলিগ্রাফ

পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে জনপ্রিয় একটা প্রবাদ হলো, ‘মানুষকে এক দুনিয়া দিয়ে দিলেও আরেকটা চাইবে।’ প্রবাদের এই মানুষ খুঁজে পাওয়া ভার। এর পরও কিছু মানুষ আছেন, যাঁদের ক্ষমতা থাকলে হয়তো গোটা কয়েক দেশই কিনে নিতেন।

সে ধরনের মানুষের জন্য এটা একটা সুযোগ হতে পারে। কর্তৃপক্ষের অনুমতি পেলেই তাঁরা কিনে নিতে পারেন গোটা ব্রিটেন। এ জন্য গুনতে হবে আট ট্রিলিয়ন পাউন্ড।

অনেকটা কৌতুককর মনে হলেও উল্লিখিত সংখ্যাটিকেই ব্রিটেনের বাস্তব বাজারমূল্য বলে দাবি করেছে দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস)। সম্প্রতি সংস্থাটি এ হিসাব প্রকাশ করে। 

স্থানীয় সময় শুক্রবার ব্রিটেনের দৈনিক দ্য টেলিগ্রাফ-এর খবরে বলা হয়, ২০১৪ সালে দেশটির বিভিন্ন খাতের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ওএনএস ওই পরিসংখ্যান প্রকাশ করে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ব্রিটেনের সব বাড়িঘর, ভবন, যন্ত্রপাতি, সেতু, রাস্তা, শেয়ার ও অ্যাকাউন্টগুলোর বাজারমূল্য আট ট্রিলিয়ন পাউন্ড। 

ওএনএসের তথ্য অনুযায়ী, কোনো ক্রেতা পাওয়া গেলে ব্রিটেনের ছয় কোটি ৪৫ লাখ ৯৯ হাজার ৯৯৯ জন লোকের প্রত্যেকে পেতেন এক লাখ ২৫ হাজার পাউন্ড। এ ছাড়া বাড়িপ্রতি বরাদ্দ হতে পারত তিন লাখ দুই হাজার পাউন্ড। 

এ বিষয়ে ওএনএসের পরিসংখ্যানবিদ ওয়েসলি হ্যারিস টেলিগ্রাফকে বলেন, ‘৮ দশমিক ১ ট্রিলিয়ন পাউন্ড অনেক বড় সংখ্যা। এ থেকে বোঝা যায়, প্রতি ব্যক্তি বা ঘরপ্রতি কত অর্থ বরাদ্দ করা যায়।’