বিন লাদেনের সাবেক দেহরক্ষীর মৃত্যু

Looks like you've blocked notifications!
নাসের আল-বাহরি ওরফে আবু জান্দাল। ছবি : বিবিসি

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের একসময়কার দেহরক্ষী নাসের আল-বাহরি ওরফে আবু জান্দালের মৃত্যু হয়েছে। ইয়েমেনের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় মুকাল্লা শহরের একটি হাসপাতালে আল-বাহরির মৃত্যু হয়। তিনি ছিলেন চল্লিশোর্ধ্ব বয়সী।

ওসামা বিন লাদেন আফগানিস্তানে অবস্থানের সময় আল-বাহরি তাঁর দেহরক্ষী ছিলেন। পাশাপাশি বিন লাদেনের গাড়িও চালাতেন তিনি।

কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কারাগার ‘গুয়ানতানামো বে’তে  দীর্ঘদিন বন্দি ছিলেন আল-বাহরি। সেখান থেকে মুক্তি পাওয়ার পর ২০০৮ সালে নিজ দেশ ইয়েমেনে যান তিনি।

১৯৯০-এর দশকে বসনিয়া, সোমালিয়া ও আফগানিস্তানে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় জড়িত ছিলেন আল-বাহরি।  পরবর্তী সময়ে তিনি আল-কায়েদা ছেড়ে দেন।

২০১০ সালে বিবিসি নিউজনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে বাহরি বলেন, তাঁর দেশ ইয়েমেনের তরুণরা চরমপন্থার প্রতি আকৃষ্ট হচ্ছে।