বিশ্ব পরিভ্রমণে ডানা মেলেছে সৌর বিমান

Looks like you've blocked notifications!
আবুধাবির আকাশে সোলার ইম্পালস-২। ছবি: এএফপি

আবুধাবি থেকে সৌরশক্তি চালিত এক আসন বিশিষ্ট একটি বিমান বিশ্বব্যাপী যাত্রা শুরু করেছে। পাইলট অ্যান্ড্রে বোর্শবার্গ বিমানটি চালনা করছেন।

সৌরশক্তি চালিত বিমানটি আবুধাবি থেকে বিশ্বব্যাপী ভ্রমণের এই রেকর্ড ভঙ্গকারী যাত্রা শুরু করেছে। খবর এএফপি’র।

সোলার ইম্পালস-২ নামের বিমানটি আমিরাত থেকে ওমানের রাজধানী মাস্কটের উদ্দেশে উড্ডয়ন করে।

আগামী পাঁচ মাসে বিমানটি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি জমাবে। এ সময় বিমানটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিবে।

উড্ডয়নের সময় অ্যান্ড্রে বোর্শবার্গ এক আসন বিশিষ্ট বিমানটির নিয়ন্ত্রণে ছিলেন।

তিনি সুইস নাগরিক বাট্রান্ড পিকার্ডের সঙ্গে পালাক্রমে বিমানটি চালাবেন।

চালকদের বিশ্রাম, বিমানটির রক্ষণাবেক্ষণ ও দূষণমুক্ত প্রযুক্তির পক্ষে প্রচারণা চালাতে বিমানটি বিশ্বের বিভিন্ন স্থানে যাত্রাবিরতি করবে।

উড্ডয়নের আগে বোর্শবার্গ বলেন, ‘আমি আত্মবিশ্বাসী। আমাদেরটি একটি বিশেষ বিমান। এটাতে করেই আমাদের বড় বড় মহাসাগর পাড়ি দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের পাঁচ দিন ও পাঁচ রাত বিমান চালাতে হবে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ।’