ধর্ষণের দায়ে ২০ বছর কারাদণ্ড, দুই হাজার দোররা

Looks like you've blocked notifications!
ছবি : আরব নিউজ

এক গৃহবধূকে ধর্ষণ ও হুমকির দায়ে (ব্ল্যাকমেইলিং) ২০ বছর বয়সী এক সৌদি যুবককে ২০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। পাশাপাশি ওই যুবককে বিভিন্ন ধাপে দুই হাজার দোররা মারারও আদেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের পর ওই নারীর নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হুমকি দেন ওই যুবক। 

অভিযোগ পাওয়ার পর ওই যুবককে গ্রেপ্তার করে সৌদি আরবের ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড পাবলিক প্রোসিকিউশনের সদস্যরা। এর পর তাঁকে তাইফ আদালতে হস্তান্তর করা হয়। তাইফের আদালত ওই যুবককে ২০ বছরের কারাদণ্ডাদেশসহ দুই হাজার দোররা মারার আদেশ দেন।

আদালতের রায়ে বলা হয়, দুই হাজার দোররা বিভিন্ন মেয়াদে প্রকাশ্যে মারা হবে।

এর মধ্যে গত মঙ্গলবার রাতে এশার নামাজের পর তাইফ আন্তর্জাতিক বাজারে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতে প্রথম মেয়াদে তাঁকে দোররা মারা হয়েছে।