‘ভুল’ পোশাক পরায় তরুণীকে হত্যা!

Looks like you've blocked notifications!
আইএস নির্ধারিত পোশাক না পরায় নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়েছে এক সিরীয় তরুণীর।

নির্ধারিত ইসলামিক পোশাক না পরায় এক সিরীয় তরুণীকে নির্যাতন শেষে হত্যা করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক নারী যোদ্ধা। 

ডেইলি মেইল জানিয়েছে, আইএস নির্ধারিত পোশাক না পরায় সিরিয়ায় আলেপ্পোর মানবিজ শহরে ২১ বছর বয়সী এক সিরীয় তরুণীকে হত্যার ঘটনা ঘটেছে। ওয়াম ফারুক নামক আইএসের নারী যোদ্ধা নির্যাতন শেষে ওই তরুণীকে হত্যা করেছে। 

আইএসে জারীকৃত আইন অনুযায়ী, সৌদিদের মতো পর্দা, দুই স্তরে চোখ ঢাকা, বোরকা ও হাতমোজা পরতে হবে। একই সঙ্গে কোনো স্থানে যেতে হলে পুরুষ সঙ্গী নিয়ে যেতে হবে নারীদের। 

আইএসের হাতে নিহত তরুণীর স্বজনরা বলেন, তাঁকে বর্ণনাতীত নির্যাতন করা হয়েছে। এই গর্হিত অপরাধের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করারও ছিল না। মানবিজের শরিয়া আদালত এমন অপরাধের সমর্থক। 

সিরিয়া ও ইরাকের আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে কোনো নারী আইএস নির্ধারিত পোশাক না পড়লে কঠোর নির্যাতনের শিকার হন। এর আগে সিরিয়ার রাকা শহরে রুকিয়া হাসান নামে এক নারী সাংবাদিককে হত্যা করে আইএস। এই নিয়ে গত অক্টোবর থেকে পাঁচজন সাংবাদিক আই্‌এসের হাতে নিহত হয়েছেন।