ইরাকে সিরিজ হামলায় নিহত ৪৪

Looks like you've blocked notifications!
দিয়ালা প্রদেশে ক্যাসিনোতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। ছবি : রয়টার্স

ইরাকের বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলা ও গুলিতে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহুসংখ্যক মানুষ।

স্থানীয় সময় সোমবার এসব হামলা হয়। 

ইরাকের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়, রাজধানী বাগদাদের আল-জাওহারা বিপণিবিতানে একটি হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হন। আহত হন আরো ৪৮ জন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। 

শিয়া অধ্যুষিত এলাকাটির বিপণিবিতানের বাইরে শুরুতে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এর পরপরই কয়েকজন বন্দুকধারী বিপণিবিতানের ভবনের ভেতর প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। পরে পুলিশ গিয়ে ভবনটির নিয়ন্ত্রণ নেয়। 

ওই বন্দুক হামলায় জড়িত সবাইকে হত্যা করা হয়েছে বলে ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে বাগদাদে অপর একটি হামলায় নিহত হয়েছেন অন্তত সাতজন। ওই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। 

এ ছাড়া বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দূরে দিয়ালা প্রদেশের মুকদাদিয়া এলাকায় জোড়া আত্মঘাতী বোমা হামলা হয়েছে। একটি ক্যাসিনোতে চালানো এ হামলায় ১৮ জন নিহত হয়েছেন।