সরস্বতী, গণেশের পূজা হচ্ছে জাপানে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/12/photo-1452579180.jpg)
সামনে কাঁসার থালাবাসন। বিদ্যুতের আলোয় আলোকিত চারপাশ। মেঝেতে বসে দেবীর আরাধনা করছেন এক ভক্ত।
দেখে মনে হতে পারে, দৃশ্যটা খুব পরিচিত। ভারত কিংবা বাংলাদেশের। বাস্তব বলছে ভিন্ন কথা। লাল পোশাক পরা ভক্তের এ দৃশ্যপট জাপানে এখন নিয়মিত। সেখানে প্রতিনিয়তই পূজা হচ্ছে কমপক্ষে ২০ হিন্দু দেব-দেবীর।
টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, জাপানে সরস্বতীর শত শত ভক্ত রয়েছে। পাশাপাশি লক্ষ্মী, ইন্দ্র, ব্রহ্মা, গণেশসহ অনেক দেব-দেবীর ভক্ত রয়েছে দেশটিতে। এমনকি ভারতীয়রা যে দেব-দেবীর পূজা করতে এক রকম ভুলে গেছেন, জাপানে তাদের পূজাও হচ্ছে।
জাপানে থাকা এমন ভক্ত-পুণ্যার্থীর ছবি নিয়ে ভারতের ‘ইন্ডিয়ান মিউজিয়াম’-এ একটি প্রদর্শনীর আয়োজন করেছেন ইতিহাসবেত্তা বিনয় কে ভেল। তাঁকে সহযোগিতা করছে জাপান ফাউন্ডেশন। ১১ জানুয়ারি (সোমবার) থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।
প্রদর্শনী প্রসঙ্গে ইন্ডিয়ান মিউজিয়ামের শিক্ষা কর্মকর্তা সায়ান ভট্টাচার্য বলেন, ‘এ প্রদর্শনী হবে চোখ ও মনের বিরল খোরাক।’