ইন্দোনেশিয়ায় সিরিজ বোমা হামলা, গোলাগুলি

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থলের আশপাশে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর রাষ্ট্রপতির বাসভবন ও জাতিসংঘ কার্যালয়ের কাছে সারিনাহ বিপণিবিতানের বাইরে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা জেরেমি ডগলাস বিবিসিকে জানান, এখনো গোলাগুলি চলছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

জেরেমি ঘটনাস্থল থেকে দেড়শ’ মিটার দূরে ছিলেন। তিনি বলেন, ‘তৃতীয় বোমা হামলার পরপরই আমি ভবনে দৌড়ে চলে আসি। ভবনে ১০ তলায় আমার অফিস। সেখানে আসতে আসতে আমি ছয়বার বোমার শব্দ শুনতে পেয়েছি।’

এর আগেও ইন্দোনেশিয়ায় বিভিন্ন সময়ে ইসলামী জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়েছে।

ইন্দোনেশিয়া পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সাধারণ মানুষকে ঘরে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।