১৩ হাজার পুরুষের দাড়ি ফেলে দিল পুলিশ!

Looks like you've blocked notifications!

তাজিকিস্তানের পুলিশ প্রায় ১৩ হাজার পুরুষকে ধরে দাড়ি ফেলে (শেভ) দিয়েছে। একই সঙ্গে মুসলিমদের ঐতিহ্যবাহী পোশাক বিক্রিকারী ১৬০টি দোকানও বন্ধ করে দিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তাজিকিস্তানের সরকার ‘বিদেশি প্রভাবের’ বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে গত বছর এ কাজ করে। তবে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়।

দেশটির দক্ষিণ-পশ্চিমের খাতলুন অঞ্চলের পুলিশপ্রধান বাহরুম শারিফজোদা সংবাদ সম্মেলনে বলেন, এক হাজার ৭০০ নারীকে বুঝিয়ে হিজাব পরা থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ পদক্ষেপকে কর্তৃপক্ষের ‘চরমপন্থার’ বিরুদ্ধে লড়াইয়ের অংশ বলে মনে করা হচ্ছে। দেশটির সেক্যুলার সরকার দীর্ঘদিন ধরে এর বিস্তার রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে তাজিক পার্লামেন্টে একটি আইন পাস হয়। এর মাধ্যমে দেশটিতে আরবি উচ্চারণের ‘বিদেশি’ নাম নিষিদ্ধ করা হয়েছে।