সুইডেনে আশ্রয় পাচ্ছে না ৮০ হাজার শরণার্থী
আশ্রয়প্রত্যাশী ৬০ থেকে ৮০ হাজার লোকের আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সুইডেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এন্ডারস এজম্যান এ ঘোষণা দিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, ওই শরণার্থীদের চার্টার বিমানে করে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন এজম্যান। এতে কয়েক বছর সময় লাগবে।
‘আমরা ৬০ হাজার লোকের কথা বলছি। তবে সংখ্যাটা ৮০ হাজার পর্যন্ত হতে পারে’, বলেন এজম্যান।
২০১৫ সালে এক লাখ ৬৩ হাজার লোক সুইডেনে আশ্রয়ের আবেদন করে। এ সংখ্যা ইউরোপের যেকোনো দেশের তুলনায় বেশি।
গত বছর ৫৮ হাজার ৮০০ আবেদন জমা পড়েছে। এর ৫৫ শতাংশ গৃহীত হয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধসহ বিভিন্ন সংকটের কারণে মধ্যপ্রাচ্যসহ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে জনস্রোত যাচ্ছে ইউরোপের কয়েকটি দেশে। তীব্র শীতে এ আশ্রয়প্রত্যাশীরা বিশেষত ভিড় জমাচ্ছে গ্রিসের সৈকতে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি মানুষ গ্রিসে গেছে। আর ঝুঁকি নিয়ে পারাপারের সময় ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।