মেনটোসে শরীর ঢেকে কোকা-কোলায় ঝাঁপ, কী হলো তারপর?
নিত্যভোগ্য পণ্যের উপাদানগুলো কী তা আমরা অনেকেই হয়তো জানি না। যদিও পণ্যের গায়ের লেবেলে লেখা থাকে কোন পণ্য কী উপাদানে তৈরি। তবে আমজনতার জানার কথা নয় সে পণ্যের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ও অন্যান্য দিক সম্পর্কে।
এই নিত্যভোগ্য পণ্যের উপাদান ও এর সম্ভাব্য বিক্রিয়া নিয়ে গবেষণা করে জাপানের খাদ্য ও পুষ্টি বিজ্ঞানের কিছু শিক্ষার্থী। তাদের এই গবেষণা আবার ভাইরালভিডিও ডটকম নামে একটি ওয়েবসাইটে প্রচার হয়। এবার কোকাকোলার সঙ্গে মিন্ট চকলেট মেনটোসের বিক্রিয়ার ফল দেখিয়ে সবাইকে চমকে দিল জাপানের এই ওয়াবসাইটটি।
প্রথমে সারা গায়ে মেনটোস চকলেট সেঁটে ৫০ গ্যালন ডায়েট কোকভর্তি বাথটাবে ঝাঁপিয়ে পড়েছেন এক গবেষক। এরপর কী হলো দেখুন ভিডিওতেই-