পর্তুগালের আকাশে হাত!

Looks like you've blocked notifications!
মাদেইরা দ্বীপের আকাশজুড়ে ‘স্রষ্টার হাত’। ছবি : দি ইনডিপেনডেন্ট

সেদিন বিকেলে হঠাৎই যেন আগুন ছড়িয়ে পড়েছিল পর্তুগালের মাদেইরা দ্বীপের আকাশজুড়ে। যাঁরা বহুদিন আকাশের মেঘের ভেলায় তাকিয়ে দেখেননি, তাঁরাও সাগ্রহে দেখেছেন সেদিনের আকাশ। তাকানোটাই স্বাভাবিক। সেদিন যেন আগুন লেগেছিল পর্তুগালের রাজধানী লিসবনের কাছের এই দ্বীপটির আকাশে।

যারা এই খবর পড়ছেন, ছবি দেখে তারাও হয়তো ভাবছেন, আকাশে এই আগুনের গোলা কোথা থেকে এলো? অনেকে আবার উল্কাপিণ্ড বলেও মনে করতে পারেন।

কিন্তু আসলে এটা আগুন রঙা সোনালি মেঘ। গত বুধবার সকালে মাদেইরার আকাশে এই ধরনের মেঘ দেখতে পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা এই মেঘের নাম দিয়েছেন ‘স্রষ্টার হাত’।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই আগুন রঙা মেঘ দেখে হঠাৎই হকচকিয়ে যান দ্বীপবাসী। আর অদ্ভুত এই মেঘের ছবি প্রকাশ্যে আসার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে কীভাবে এই ধরনের মেঘ তৈরি হলো তার উত্তর কিছুতেই খুঁজে বের করতে পারেননি বিজ্ঞানীরা।