জিকা ভাইরাসের টিকা তৈরির পথে ভারত!
জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরির পথে অনেকটাই এগোনোর দাবি করেছে ভারতের একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে প্রতিষ্ঠানটি দুটি প্যাটেন্ট (কোনো কিছু আবিষ্কার ও নকল থেকে রক্ষা করার সনদ) আবেদন জমা দিয়েছে।
ভারতের হায়দরাবাদের জীবপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ভারত বায়োটেক গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। তারা দুই ধরনের টিকা তৈরির কাজ করছে—রিকমবিন্যান্ট ভ্যাকসিন ও ইনঅ্যাকটিভেটেড ভ্যাকসিন।
সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, ভারত বায়োটেক ঘোষণা করেছে, সরকার অনুমোদনের ক্ষেত্রে গতি রাখলে দুই বছরের মধ্যে একটি টিকা (ইনঅ্যাকটিভেটেড ভ্যাকসিন) বাজারে নিয়ে আসা সম্ভব।
সংবাদ সম্মেলনে ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কৃষ্ণ ইলা দাবি করেন, তাঁদের প্রতিষ্ঠানই বিশ্বে প্রথম, যারা জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য প্যাটেন্ট আবেদন করেছে। তিনি বলেন, ইনকমবিন্যান্ট ভ্যাকসিনটি তৈরি করতে সময় লাগতে পারে। তবে আগামী পাঁচ মাসের মধ্যেই প্রাণিদেহে ইনঅ্যাকটিভেটেড ভ্যাকসিনটির পরীক্ষা সম্পন্ন হবে।
কৃষ্ণ জানান, স্বাভাবিক গতিতে চললে একটি টিকা বাজারে আসতে সাত বছর সময় লাগে। কিন্তু সরকার যদি বিষয়টি জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করে, আইনানুগ অনুমোদনের ক্ষেত্রে গতিশীল হয়, তবে এটি দ্রুতই বাজারে নিয়ে আসা সম্ভব।
ভারত বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের পরিচালক সুমাথি বলেন, ২০১৪ সাল থেকে জিকা ভ্যাকসিন তৈরির প্রকল্প শুরু হয় এবং ২০১৫ সালের জুলাই মাসে প্যাটেন্ট আবেদন জমা দেওয়া হয়।