ভূমিকম্পের পর জাপানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/05/photo-1454692133.jpg)
ভূমিকম্পের পর জাপানে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রয়টার্স জানায়, আজ শুক্রবার সকালে জাপানের রাজধানী টোকিওর কাছাকাছি এলাকায় একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি না হলেও সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়।
ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ভূমিকম্পের প্রভাবেই দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কাগোশিমা শহরের পাশে অবস্থিত সাকুরাজিমা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে বলে ধারণা করছেন তাঁরা।
সন্ধ্যায় আগ্নেয়গিরি থেকে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ার পর পর্বতটি থেকে ৫০ কিমি দূরে অবস্থিত সেন্দাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উচ্চ সতর্কতা জারি করা হয়। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাকুরাজিমা আগ্নেয়গিরির আশপাশে কেউ যেতে পারবে না। এই অঞ্চলে ৩ নম্বর সতর্কসংকেত দেওয়া হয়েছে।
জাপানের ভূমিকম্প সতর্কতা বিভাগের এক কর্মকর্তা জানান, এমনিতেই সাকুরাজিমা জাপানের একটি সক্রিয় যৌগিক আগ্নেয়গিরি। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে আগ্নেয়গিরিটির ব্যাপারে জাপানের আবহাওয়া অধিদপ্তর তৃতীয় মাত্রার (কমলা) সতর্কতা জারি করে রেখেছিল।
ওই কর্মকর্তা আরো জানান, তিন পর্বত নিয়ে গঠিত সাকুরাজিমার তিনটি চূড়া রয়েছে। প্রতিটা চূড়াতেই রয়েছে একটি করে জ্বালামুখ। উত্তর পাশের চূড়াটি কিতা-দাকে, মধ্যাঞ্চলীয় শীর্ষ নাকা-দাকে ও দক্ষিণাঞ্চলীয় চূড়াটি মিনামি-দাকে নামে পরিচিত। এর মধ্যে মিনামি-দাকে বর্তমানে অগ্নুৎপাত শুরু হয়েছে বলে জানান তিনি।
কয়েকদিন আগ থেকে ওই আগ্নেয়গিরিতে ধোঁয়া দেখা যাচ্ছিল বলেও নিশ্চিত করেন ওই কর্মকর্তা। এর আগে ২০১৪ সালে সাকুরাজিমার পাশের অনতাকে পর্বত থেকে অগ্ন্যুৎপাতের ঘটনায় ৫৭ জন নিহত হয়।