জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮
জার্মানিতে দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। এর মধ্যে ৫৫ জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে জার্মানির বাভারিয়া রাজ্যে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।
বাভারিয়া রাজ্যের পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সকাল ৭টার দিকে মিউনিখ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ব্যাড অ্যাবলিঙ শহরের কাছে দুটি স্থানীয় ট্রেন একই রেললাইনে চলে আসে। ট্রেন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় কয়েকটি বগিসহ একটি ট্রেন লাইনচ্যুত হয়। সংঘর্ষের কারণ এখনো অজানা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনায় সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
বাভারিয়ার স্থানীয় পুলিশের মুখমাত্র স্টেফান সনট্যাগ বার্তা সংস্থা এপিকে বলেন, ওই এলাকায় স্মরণকালের মধ্যে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। ঘটনাস্থলের কাছে চিকিৎসকদের দল, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পৌঁছেছে। স্থানীয় এলাকায় কার্নিভালের ছুটি থাকায় ট্রেনগুলোতে কোনো শিশু হয়তো ছিল না বলে ধারণা করছে পুলিশ।