পাকিস্তানে ‘ভ্যালেনটাইন্স ডে’ পালনে নিষেধাজ্ঞা

Looks like you've blocked notifications!
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পাকিস্তানে উপহারসামগ্রির বিক্রি বেড়েছে। ছবি : বিবিসি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলায় ‘ভ্যালেন্টাইন্স ডে’ উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। দেশটির পেশোয়ার রাজ্যের কোয়াট জেলায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। জেলার পুলিশ জানায়, দোকানে যাতে ‘ভ্যালেন্টাইন্স ডে’-এর কার্ড এবং কোনো রোমান্টিক জিনিসপত্র বিক্রি করা না হয়, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে ।

অবশ্য জেলা কর্তৃপক্ষ কেন এই পদক্ষেপ নিল তা উল্লেখ করেনি। ডন জানায়, বর্তমানে কোয়াট জেলার ক্ষমতায় আছে কট্টর ইসলামপন্থীরা।  এই নিষেধাজ্ঞার একদিন আগে পাকিস্তানের কট্টর ইসলামপন্থীরা ভ্যালেনটাইন্স ডে পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী বলে দিনটি পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল।

পাকিস্তানেও সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডে পালন জনপ্রিয় হয়ে উঠেছে। এ উপলক্ষে দোকানে কার্ড, চকোলেট এবং এই ধরনের জিনিসপত্র বিক্রি হয়।