গুঁড়িয়ে দেওয়া হলো সাদ্দামের সমাধি

Looks like you've blocked notifications!
ইরাকের তিকরিতে সাদ্দামের সমাধির ধ্বংসাবশেষ। ছবি : এপি

ইরাকের তিকরিতের আল-আজওয়া এলাকায় দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সমাধি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রোববার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে ইরাকি বাহিনী ও শিয়া মিলিশিয়াদের সংঘর্ষের সময় সমাধিটির বেশির ভাগ অংশ ধ্বংস হয়ে গেছে।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, সাদ্দামের জাঁকজমকপূর্ণ সমাধিটির কয়েকটি পিলার অবশিষ্ট আছে। ছাদ গুঁড়িয়ে নিচতলায় পড়ে গেছে।

তিকরিতের দক্ষিণের এ সমাধিটিতে এখন কংক্রিটের স্তূপ পড়ে আছে। সমাধিস্থলে সাদ্দামের পোস্টার আকৃতির ছবির পরিবর্তে বসানো হয়েছে শিয়া মিলিশিয়াদের পতাকা ও তাদের নেতাদের ছবি। এদের মধ্যে ইরানের জেনারেল কাশেম সোলেইমানির ছবিও আছে, যিনি শিয়া মিলিশিয়াদের পরামর্শক হিসেবে পরিচিত।

সমাধি ধ্বংস প্রসঙ্গে ইয়াসের নু’মা নামের একজন মিলিশিয়া কর্মকর্তা বলেন, ‘এই অন্যতম এলাকাটিকে (সাদ্দামের সমাধিস্থল) কেন্দ্র করে সংঘবদ্ধ হয়েছে আইএস জঙ্গিরা। কারণ, সাদ্দামের কবর এখানেই।’ তিনি বলেন, ‘আইএস জঙ্গিরা বোমা পুঁতে রেখে আমাদের আক্রমণ করতে চেয়েছিল।’