বছরে বছরে কমছে জাপানের জনসংখ্যা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/27/photo-1456579660.jpg)
গত পাঁচ বছরে জাপানের জনসংখ্যা কমে গেছে ১০ লাখ। গত অক্টোবরের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, জাপানের জনসংখ্যা এখন ১২ কোটি ৭০ লাখ।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর আগের আদমশুমারির তুলনায় এটি দশমিক সাত শতাংশ কম। ১৯২০ সালের পর এই প্রথম জাপানের জনসংখ্যা কমল।
দেশটির জনসংখ্যা কমে যাওয়ার ব্যাপারে জনসংখ্যা বিশেষজ্ঞরা বহুদিন ধরেই আশঙ্কা প্রকাশ করছিলেন। নিম্ন জন্মহার এর একটা কারণ। অন্যদিকে অভিবাসনের হারও খুব কম।
বিশেষজ্ঞরা বলছেন, সামনের বছরগুলোতে জাপানে জনসংখ্যা আরো কমবে। একই সঙ্গে বাড়বে প্রবীণ মানুষের সংখ্যা।
আগামী ২০৬০ সাল নাগাদ জাপানের মোট জনসংখ্যার ৪০ শতাংশই হবে ৬৫ বছর বা তার বেশি বয়সী।
উন্নত দেশগুলোতে জনসংখ্যা স্থিতিশীল রাখতে হলে অন্তত ২ দশমিক ১ জন্মহার প্রয়োজন হয়। জাপানের বর্তমান জন্মহার তার অনেক নিচে।
এদিকে জনসংখ্যা বাড়াতে উদ্যোগ নিচ্ছে জাপান সরকার। নারীপিছু জন্মহার ১ দশমিক ৪ থেকে ১ দশমিক ৮-এ উন্নীত করতে চায় সরকার। জনসংখ্যা বাড়াতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নানা কর্মসূচি নিয়েছেন।