সোমালিয়ায় দুই বোমা হামলা, নিহত ৩৭

Looks like you've blocked notifications!
সোমালিয়ার একটি জনপ্রিয় রেস্তোরাঁয় বোমা হামলার পর ঘটনাস্থলে উৎসুকদের ভিড়। ছবি : বিবিসি

সোমালিয়ার বাইদুয়া প্রদেশের আরিগ নগরীর একটি রেলস্টেশন এবং আঞ্চলিক রাজধানীর ব্যস্ত এলাকার একটি জনপ্রিয় রেস্তোরাঁয় পৃথক বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। রোববার রাতে এ হামলা হলেও সোমবার সকালে প্রদেশের আঞ্চলিক গভর্নর সংবাদমাধ্যমকে এ কথা জানান।

প্রদেশটির পুলিশ কর্নেল আবদি ওসমান জানিয়েছেন, রেলওয়ে স্টেশনে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। আর রেস্টুরেন্টের কাছে বিস্ফোরিত দ্বিতীয় বোমাটি সম্ভবত পেতে রাখা হয়েছিল কিংবা আত্মঘাতী হামলা হতে পারে।

প্রাদেশিক গভর্নর আবদুর রশিদ আবদুল্লাহি রয়টার্সকে জানান, সরকারি হিসাব অনুযায়ী এ দুই হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া হামলায় ৫০ জন আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের বরাতে জানিয়েছেন গভর্নর।

আল-শাবাব গোষ্ঠী প্রায়ই দেশটির সরকারের পতনের লক্ষ্যে অস্থিতিশীলতা তৈরি করতে দেশটির রাজধানীতে আত্মঘাতী হামলা চালিয়ে থাকে। গোষ্ঠীটি আফ্রিকার এই দেশটিতে কঠোর ইসলামী শরিয়া আইন চালু করতে চায়।